• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

গরু বিক্রিতে বাধা, স্ত্রীর হাত কেটে ফেললেন স্বামী


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩, ০৭:২৮ পিএম
গরু বিক্রিতে বাধা, স্ত্রীর হাত কেটে ফেললেন স্বামী

নাটোরের লালপুরে গরু বিক্রিতে বাধা দেওয়ায় আলেয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূর হাত কেটে ফেলেছেন স্বামী আরিফ হোসেন (৫২)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার আব্দুলপুর চণ্ডীগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আলেয়ার ভাগিনা রকিবুল ইসলাম জানান, কিছুদিন আগে ৩ লাখ টাকায় কয়েকটি গরু বিক্রি করে নেশা করেন আরিফ। এ নিয়ে তাদের পরিবারে কয়েকবার ঝগড়া হয়েছে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার বাড়ির বাকি গরু-ছাগল বিক্রি করতে চাইলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে কুপিয়ে আলেয়ার বাম হাত কেটে ফেলেন। পরে প্রতিবেশীরা আলেয়াকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, আরিফ হোসেন মাদকাসক্ত, সেই সঙ্গে নিয়মিত জুয়া খেলেন। বাড়ির গরু-ছাগল ও জিনিসপত্র বিক্রি করে নেশা ও জুয়ার টাকা জোগাড় করে নিঃস্ব হয়েছেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, “এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!