• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৩, ১২:০৯ পিএম
জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার

জয়পুরহাটে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলার পলাতক স্বামী আবদুস ছাত্তারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

এর আগে, বুধবার (৩১ মে) রাতে জয়পুরহাট সদর থানা পুলিশ বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

আবদুস ছাত্তার জয়পুরহাট সদর উপজেলার দাদড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের বাবা আবদুল মালেক বলেন, “বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আবদুস ছাত্তার তার মেয়েকে মারপিট করতেন। যৌতুকের টাকা আনতে প্রচণ্ড চাপ দিচ্ছিলেন। এতে আমার মেয়ে মিতু রাজি না হওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করে।  হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে আত্মহত্যার নাটক সাজিয়েছিলেন আবদুস ছাত্তার।

এ বিষয়ে ওসি সিরাজুল ইসলাম বলেন, “যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী আবদুস ছাত্তারকে বুধবার রাতে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে ।” 

Link copied!