চার দিন ঘরে পড়ে ছিল আইনজীবীর মরদেহ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৩:১৮ পিএম
চার দিন ঘরে পড়ে ছিল আইনজীবীর মরদেহ

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ৪ দিন আগে মারা যাওয়া মঈন উল বারি (৪৭) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান আবাসিক এলাকার ৪নং গেটের সামনের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মঈন উল বারি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান এলাকার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালু বাগান ৪নং গেটের সামনের বাড়িটি থেকে দুর্গন্ধ পান এলাকাবাসী। পরে বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাজশাহীর সিআইডির একটি টিমকে খবর দেয়। এরপর খবর পেয়ে রাজশাহী থেকে একটি সিআইডির টিম এসে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খাটের ওপর মঈন উল বারির মরদেহ পড়ে থাকতে দেখেন।

মঈন উল বারির বোন শামিমা নাজনিন বলেন, “আমার ছোট ভাই ট্যাক্সের আইনজীবী ছিলেন এবং ঢাকায় প্যাকটিস করতেন। সাড়ে ৪ বছর আগে ঢাকা থেকে বাড়ি চলে আসেন। এরপর ৪ বছর আগে আমার বাবা মারা যান এবং ৭ মাস আগে আমার মা মারা যান। এছাড়া আমার ভাই ও ভাবি অনেক আগে ডিভোর্স হয়ে যায় এবং একমাত্র মেয়ে ঢাকায় পড়াশোনা করে। তাই আমার ভাই বাড়িতে একাই থাকতেন এবং একাকীত্ব জীবনযাপন করতেন। গত কয়েকদিন থেকে আমার ভাইকে ফোন করছি কিন্ত সে ফোন ধরছে না। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমরা এখানে এসেছি।”

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি সিলগালা করে দেয়। আজ সকালে সিআইডির টিমসহ সদর মডেল থানা পুলিশ মঈন উল বারির মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি প্রায় ৪ দিন আগে মারা গেছেন। আইনি প্রক্রিয়া চলমান আছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!