• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চাঁদার দাবিতে লেগুনার চালককে ছুরিকাঘাত


সাভার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০২:২৮ পিএম
চাঁদার দাবিতে লেগুনার চালককে ছুরিকাঘাত

সাভারে চাঁদা না দেওয়ায় নাসির শেখ (৩৮) নামে এক লেগুনার চালককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- মাসুদুর রহমান ফজা (৪০), মিন্টু কাজী (৪২), তুহিন (২৮), রাসেল খানসহ (৩০) অজ্ঞাত আরও ৪/৫ জন।

ভুক্তভোগী নাসির শেখ বলেন, “মাসুদুর ও তার লোকজন প্রতিদিন সাভার বাসস্ট্যান্ডে প্রতিটি লেগুনা থেকে তিনশ করে টাকা চাঁদা তোলে। আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আমাকে কোরাইশী মার্কেটের সামনে থেকে একটি অটোরিকশায় করে ইমান্দিপুর নিয়ে যায়। সেখানে একটি বাঁশ ঝাড়ে নিয়ে আমাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।”

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

Link copied!