• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

শীতে কাবু চুয়াডাঙ্গা; সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০২:০৭ পিএম
শীতে কাবু চুয়াডাঙ্গা; সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি

শীত কাবু দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডা আর হাঁড় কাঁপানো শীতে জুবুথুবু জনজীবন। তীব্র শীতে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। গত ৩ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যেক্ষণাগার থেকে শনিবার  (১৪ ডিসেম্বার) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ২ ডিগ্রী। এরপর সকাল ৯টায় তাপমাত্রার পারদ নেমে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এর আগে ১২ ডিসেম্বর ছিল ১০ ডিগ্রি,  ১৩ ডিসেম্বর ৯ দশমিক ৮ ডিগ্রী।

সকালে তীব্র শীত সাথে উত্তরের হিমেল হাওয়া। কাবু করে দিচ্ছে মানুষ ও  প্রাণীকুল। বেলা গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথেই আরো বেশি শীত অনুভুত হচ্ছে। গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন খেটে খাওয়া খাওয়া মানুষ।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান বলেন, আগামীকাল ১৫ ডিসেম্বরের পর  এ অঞ্চলের তাপমাত্রা একটু বাড়তে পারে। এরপর ২০ ডিসেম্বর থেকে তাপমাত্রা কমতে থাকবে। তখনও মৃদু শৈত্য প্রবাহ বইতে পারে।

তিনি বলেন, উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে যাবে। কর্কট ক্রান্তি রেখা বরাবর চুয়াডাঙ্গার অবস্থান হওয়ায় শীত মৌসুমে প্রায় দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ জেলার শীতার্ত মানুষের জন্য জেলা পরিষদ থেকে ১৫ লাখ টাকার শীত বস্ত্র কেনার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়াও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে কথা হয়েছে। সরকারিভাবে শীতবস্ত্র শিগগিরই আসবে।

Link copied!