• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মনিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা


যশোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩, ০১:২৬ পিএম
মনিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
উদয় শংকর বিশ্বাস

যশোরের মনিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

উদয় শংকর পাঁচাকড়ি গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে।

নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃতি বিষয়ের প্রভাষক ছিলেন উদয়। এ ছাড়া তিনি বিশ্বাস পাঁচাকড়ি টেকেরঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বেও ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে টেকেরঘাট থেকে বাজার করে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন উদয় শংকর। বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে স্বজনরা উদ্ধার করে খুলনা ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে উদয় মারা যান।

নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি খুলনায় হাসপাতালে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।”

Link copied!