• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বিএসএফের গুলিতে আহত পাথরশ্রমিকের মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৩, ১০:২৯ এএম
বিএসএফের গুলিতে আহত পাথরশ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে পাথর তোলার সময় বিএসএফের গুলিতে আহত শ্রমিক পলাশ (৩৫) মারা গেছেন।

রোববার (২১ মে) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পলাশ তেঁতুলিয়া উপজেলার বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, গুলিবিদ্ধ পাথরশ্রমিক পলাশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রোববার দুপুরের উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্তের সাও নদীতে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর তুলতে যান পলাশ। এ সময় হঠাৎ ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা নদীপাড়ের চা-বাগান থেকে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন পলাশ।

Link copied!