• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচনী প্রচারে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ০৯:১৪ পিএম
নির্বাচনী প্রচারে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু
নিহতের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি : সংবাদ প্রকাশ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী প্রচারে গিয়ে স্ট্রোক করে আমির হামজা বাবু (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার ২৫ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিকমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বাবু উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান জানান, বাবু সম্পর্কে তার আপন খালাত ভাই। তিনি প্রতিদিন ওবায়দুরের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করতেন। আজ প্রচারের সময় হঠাৎ তিনি স্ট্রোক করে মারা যান।

স্থানীয় আরমান আলী বলেন, বাবু প্রতিদিনের মতো সোমবার দুপুরে নির্বাচনী প্রচারে বানেশ্বর এলাকায় যান। এ সময় তার বুকে ব্যথা অনুভব করেন। পরে সঙ্গে থাকা লোকজন বাবুকে স্বতন্ত্র প্রার্থীর বাড়ি নিয়ে যান। এ সময় তার অবস্থার অবনতি হলে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণার সময় বাবু নামের এক ব্যক্তি বুকে ব্যথা অনুভব করেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। পরে নিহতের পরিবারের লোকজন ওই ব্যক্তির মরদেহ নিয়ে যান।

Link copied!