• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

রাঙ্গামাটিতে বাড়ছে নারী বাইকার


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৯:৩০ এএম
রাঙ্গামাটিতে বাড়ছে নারী বাইকার

সময়ের সঙ্গে সঙ্গে দেশের অন্যান্য জেলার মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও নারীদের মধ্যে বাড়ছে মোটরসাইকেলের ব্যবহার।

পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে নারীদের কর্মক্ষেত্রে যাতায়াতে পোহাতে হয় নানা ভোগান্তি। জেলায় যাতায়াতের মূল মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা। কিন্তু অটোরিকশায় ভাড়া বেশি, চালকদের অসৎ আচরণসহ নানা দুর্ভোগ পোহাতে হয় নারীদের। তাই আধুনিকতা ও সময়ের প্রয়োজনে নেতিবাচক দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে মফস্বল শহরে রাঙ্গামাটিতে নারীদের মধ্যে জনপ্রিয় হচ্ছে মোটরসাইকেলের ব্যবহার।

নারী বাইকার জিমি চাকমা বলেন, “হুটহাট করে যে কোনো কাজে যে কোনো সময় আমি মুভমেন্ট করতে পারছি বাইক দিয়ে। কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না।”

আরেক বাইকার জয়ন্তী চাকমা বলেন, “আমাদের রাঙ্গামাটিতে যাতায়াতের মাধ্যম হচ্ছে অটোরিকশা। তবে অটোরিকশায় ভাড়া একটু বেশি নেয়। আমাদের নারীদের কর্মক্ষেত্রে যাতায়াতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমি আমার বাইক দিয়ে প্রয়োজনীয় যে কোনো কাজে বের হতে পারি। এতে করে অনেক সময় ও অর্থ সাশ্রয় হয়।”

গণপরিবহনের চেয়ে ঝামেলা কম, অর্থ ও সময় সাশ্রয়ের কারণে রাঙ্গামাটিতে দিন দিন বাড়ছে নারী বাইকারের সংখ্যা। বর্তমানে জেলায় ১০০ ওপর নারী বাইকার রয়েছেন।

Link copied!