• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ০৫:১২ পিএম
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
হিলি স্থলবন্দর। ছবি : সংগৃহীত

খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

একইসঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

হারুন উর রশিদ হারুন বলেন, “বড়দিন উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে পুনরায় তা চালু হবে।”

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করছেন।

Link copied!