বরগুনায় নিজ ঘর থেকে স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমার (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মোল্লাবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্বপন মোল্লা ওই গ্রামের খালেক মোল্লার ছেলে। তার স্ত্রী আকলিমা বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের আব্বাস মৃধার মেয়ে।
এ সময় ঘরের ভেতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের দুই মেয়ে সাদিয়া (৬) ও আফসানাকে (১)।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, স্বপন মোল্লা স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে একই ঘরে থাকতেন। রোববার সকালে পাঁচ বছরের সাদিয়া ঘর থেকে বের হয়ে ফুফু রাজিয়াকে জানায়, মা কথা বলে না। এরপর রাজিয়া ঘরে ঢুকে দেখেন, স্বপন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন আর আকলিমা গলা কাটা অবস্থায় পড়ে আছেন।
তার চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে এবং বাড়িটি ঘিরে ফেলে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম চালাচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































