• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

অটোরিকশা চালানোর আড়ালে হেরোইন সরবরাহ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৫:১১ পিএম
অটোরিকশা চালানোর আড়ালে হেরোইন সরবরাহ

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা মূল্যের এক কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ রবিউল ইসলাম রুবেল (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে সদর উপজেলার চৌধুরীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম রুবেল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামজীবনপুর-কাচারী এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌধুরীর মোড় এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ১৩৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় একটি অটোরিকশা জব্দসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়।

রবেল একজন মাদক কারবারি। পেশায় অটোরিকশা চালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে তিনি হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, র‍্যাবের দায়ের করা মামলায় রবিউল ইসলাম রুবেলকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Link copied!