• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১২:০৪ পিএম
পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ভবন থেকে শামীম হোসেন (৩১) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সহকর্মীরা ওই নতুন ভবনের শয়নকক্ষের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে।

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

সহকর্মীরা জানান, শামীম হোসেন যোগ দেওয়ার পর থেকে গত ছয় মাস ধরে নতুন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েক সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শামীম নামের একজন কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিস্তারিত পরে জানানো যাবে।

Link copied!