• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৩, ১১:৪২ এএম
কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

কয়েকদিনের উজানের ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ কুড়িগ্রামের প্রধান প্রধান নদ-নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পেলেও এখনো জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা নেই বলে জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার (৪ জুলাই) সদর উপজেলার ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকায় দেখা যায়, পাঁচগাছি, শুলকুর বাজার, যাত্রাপুর এলাকায় পানি প্রবেশ করে পটল, ঝিঙ্গা, পাটসহ একাধিক আবাদি জমি নষ্ট হয়ে গেছে।

সদরের পাঁচগাছি এলাকার কৃষক মো. মজিবর রহমান বলেন, “৩২ শতক জমিতে পটল আবাদ করেছিলাম। পানি বাড়ায় এসব ক্ষেত পচে নষ্ট হয়ে গেছে।”

আরেক কৃষক নজরুল ইসলাম বলেন, “১ বিঘা জমিতে পটলের খরচ গেছে ২০ হাজার টাকা। এই জমি থেকে লাখ টাকার পটল বিক্রি হতো। ধরলার পানির জন্য সব নষ্ট হয়ে গেছে।”

রায়গঞ্জ ইউনিয়নের কৃষক হাবিবর রহমান বলেন, “২০ শতক জমিতে পাট আবাদ করছিলাম। ব্রহ্মপুত্রের পানিতে অর্ধেক ক্ষেত তলিয়ে গেছে। এগুলো এখন কাঁচাই কাটতে হবে।”

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি নুনখাওয়া পয়েন্টে ২৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৩৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র চিলমারী পয়েন্টে ১৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার, ধরলা সদর পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার, দুধকুমার পাটেশ্বরী পয়েন্টে ৫৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার
ও তিস্তা কাউনিয়া পয়েন্টে ১৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী মো. আব্দুল্লাহ আল মামুন জানান, উজানের পানির ঢলে কুড়িগ্রামে নদনদীর পানি বাড়লেও এখনো বন্যা পরিস্থিতির কোনো শঙ্কা নেই।

কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, “উজানের ঢলের কারণে জেলার প্রধান নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা গত মাসের মতো এবারো সব ধরণের প্রস্তুতি রেখেছি।”

Link copied!