• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ইউরেনিয়ামের প্রথম চালান পৌঁছেছে রূপপুর


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০২:১৫ পিএম
ইউরেনিয়ামের প্রথম চালান পৌঁছেছে রূপপুর
ছবি : সংগৃহীত

রূপপুরে পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় ইউরেনিয়ামের গাড়িবহর পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে। গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করলে বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা দুই দেশের জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে স্বাগত জানান।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদীর পাকশীর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাশিয়া থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসে ইউরেনিয়ামের এ চালান। বিশেষ নিরাপত্তাবলয়ে ঢাকা থেকে সড়কপথে এই ইউরেনিয়ামের চালান শুক্রবার ভোরে রূপপুরের উদ্দেশে রওনা হয়।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, পাবনা-ঢাকা রুটে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এজন্য যানজট নিয়ন্ত্রণে ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার ভোর ৭টা থেকে বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়।

৫ অক্টোবর রূপপুর প্রকল্পে জ্বালানি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান ঘিরে প্রকল্প এলাকায় সাজ সাজ কর্মকাণ্ড চলছে। অনুষ্ঠানকে সফল করতে এরই মধ্যে রাশিয়া থেকে বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি ঈশ্বরদীর রূপপুরে অবস্থান করছেন।

Link copied!