• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এবার এলপিজি বহনকারী জাহাজে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৮:২৩ এএম
এবার এলপিজি বহনকারী জাহাজে আগুন

বঙ্গোপসাগরে এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। 

শনিবার (১২ অক্টোবর) রাতে কুতুবদিয়া পয়েন্টের দক্ষিণে নোঙর করা বিএলপিজি সুফিয়া নামে ওই জাহাজে এ ঘটনা ঘটে।

গভীর রাতে কোস্টগার্ড সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে দেখা যায়, জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

আগুনের খবর পেয়ে কোস্টগার্ডের একটি জাহাজ, একটি টাগবোট ও চারটি স্পিডবোট উদ্ধার তৎপরতা ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের সঙ্গে নৌবাহিনী ও বন্দরের অগ্নিনির্বাপক দলও যৌথভাবে কাজ করে।

জানা গেছে, এখন পর্যন্ত ওই জাহাজে থাকা সব ক্রুদের জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যু হয়। তিনজনই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

Link copied!