• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৩:৪৫ পিএম
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ ও আলু বিক্রি করায় টাঙ্গাইলে তিন ব্যবসায়ীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং অবৈধ মজুদদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, “সরকারিভাবে প্রতিটি ডিমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ টাকা, আলু প্রতি কেজি ৩৬ টাকা ও পেঁয়াজ ৬৫ টাকা। অথচ বিক্রেতারা যে যার মতো বিক্রি করছেন। সরকারি নির্ধারিত মূল্যে বাজার পরিস্থিতি ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও অন্যন্য পণ্যের দাম পর্যবেক্ষণ করে সতর্ক করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!