• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

নৌযান চলাচল বন্ধ, গর্ভবতী নারীকে হাসপাতালে নিল কোস্ট গার্ড


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ৩০, ২০২৫, ০৫:০৩ পিএম
নৌযান চলাচল বন্ধ, গর্ভবতী নারীকে হাসপাতালে নিল কোস্ট গার্ড

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে খুলনা অঞ্চলের নদ-নদী হয়ে পড়ে উত্তাল। উপকূলীয় নৌপথে জারি হয় সব ধরনের নৌযান চলাচলের নিষেধাজ্ঞা। এমন প্রতিকূল পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে এক প্রসবব্যথায় কাতর গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয় মোংলা কোস্ট গার্ড (পশ্চিম জোন)।

খুলনার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের শরীফা বেগম (২৮) হঠাৎ করেই বিকেল ৪টা ৪০ মিনিটে প্রসবব্যথায় আক্রান্ত হন। তাকে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া প্রয়োজন হলেও, আবহাওয়ার কারণে কোনো যান চলাচল সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে তার স্বজনরা সহায়তার জন্য যোগাযোগ করেন মোংলা কোস্ট গার্ড স্টেশন নলিয়ানের সঙ্গে।

পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং স্টেশন কমান্ডারের নির্দেশে একটি উদ্ধারকারী বোট দ্রুত প্রস্তুত করে মোংলা কোস্ট গার্ড। পরে সেই বোটের মাধ্যমে প্রসবব্যথায় কাতর শরীফা বেগমকে কালাবগি গ্রাম থেকে চালনা ঘাট হয়ে নিরাপদে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

চিকিৎসকদের তত্ত্বাবধানে পরবর্তীতে শরীফা বেগম একটি পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক—দুজনেই সুস্থ রয়েছেন।

মোংলা কোস্ট গার্ড স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “আমরা শুধু নিরাপত্তাই দিই না, মানুষের জীবনের প্রয়োজনে পাশে দাঁড়ানোকেও কর্তব্য বলে মনে করি। এই উদ্ধার অভিযান তারই অংশ।”

উল্লেখ্য, মোংলা কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চল ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ ও জরুরি সময়ে নিয়মিত মানবিক সহায়তা দিয়ে থাকে। দাকোপের এই ঘটনা তারই একটি উজ্জ্বল উদাহরণ।

Link copied!