• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৪:৪০ পিএম
ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু
নিহত বাবা আব্দুল আলিমের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : সংবাদ প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ছেলের কুড়ালের আঘাতে আব্দুল আলিম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা আব্দুল আলিমের অমতে বিয়ে করে রিজভী অন্য জায়গায় থাকতেন। গত সোমবার (২০ নভেম্বর) নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে উঠলে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে রাতের কোনো এক সময় কুড়াল দিয়ে বাবার বুকে এলোপাতাড়ি কোপাতে থাকেন রিজভী। এ সময় আলিমের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে রিজভী পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত আলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বড় বোন সাজেদা বলেন, “রিজভী আমার ভাইয়ের আগের সংসারের ছেলে। সে তার স্ত্রীকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।”

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই বাবলু ফকির একটি হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link copied!