• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ০৫:২৩ পিএম
হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে হিটস্ট্রোকে মাসুক মিয়া (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মাসুক মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মৃত মিয়া বক্সের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাসুক মিয়া মাটিয়ান হাওর থেকে বোরো ধান কেটে নিজ বাড়ির খলায় নিয়ে আসেন। ধান খলায় সংরক্ষণ করায় সময় রোদের অতিরিক্ত তাপমাত্রা ও গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় পরিবারের লোকজন কাউকান্দি বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, “গত কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রায় কৃষক নিহতের ঘটনার বিষয়ে এখনও কেউ জানায়নি। তবে এই গরমের মধ্যে সবাইকে সাবধানে কাজ করতে হবে।”  

Link copied!