• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৩:১৮ পিএম
ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আমির হামজা (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকায় এ ঘটনা ঘটে। আমির হামজা ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সোনা মিয়া জানান, কৃষক আমির হামজা বাড়ির পাশের জমিতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তার বাড়ি নিয়ে যান।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃত কৃষকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

Link copied!