• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ঈদ সামনে রেখে নকল মেহেদি তৈরি, ৬০ হাজার টাকা জরিমানা


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০৯:৪০ পিএম
ঈদ সামনে রেখে নকল মেহেদি তৈরি, ৬০ হাজার টাকা জরিমানা

ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার সর্দি গ্রামে নকল মেহেদি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই নকল মেহেদি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা এবং নকল মেহেদি তৈরির মালামাল ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ অফিসের সহকারী পরিচালক শামীম হাসান জানান, আগামী ঈদকে সামনে রেখে মুকসদপুর উপজেলার দিগনগর সর্দি গ্রামে অবস্থিত মেসার্স নুর কসমেটিকসের মালিক মো. নিরু মিয়া কারখানায় বিভিন্ন নামী দামী কোম্পানীর মোড়কে নকল মেহেদি তৈরি করে মজুত করছিল।

শামীম হাসান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার সন্ধান পাওয়া যায় এবং কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

Link copied!