• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

যশোরে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০১:৩৭ পিএম
যশোরে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন

ভোটে কারচুপি ও পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ সময় ট্রাক প্রতীকের প্রার্থী আশরাফুল আলম লিটন বলেন, সকাল থেকে নৌকার প্রার্থী ভোট কারচুপি করছেন। ট্রাকের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

আশরাফুল আলম লিটন আরও বলেন, “জোর করে নৌকায় ভোট নিচ্ছেন এবং ট্রাকের এজেন্টদের মারধর করা হচ্ছে। আমি এ নির্বাচন বয়কট করলাম।”

Link copied!