• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তালগাছের পাতায় কোপ দিতেই প্রাণ গেল বৃদ্ধের


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০১:৪৫ পিএম
তালগাছের পাতায় কোপ দিতেই প্রাণ গেল বৃদ্ধের

ফরিদপুরের সালথায় তালগাছ থেকে পড়ে কার্তিক দেবনাথ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত কার্তিক দেবনাথ ফুলবাড়িয়া গ্রামের মৃত রামপদ দেবনাথের ছেলে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, নিজের জমিতে পেঁয়াজ আবাদ করার জন্য প্রস্তুতি নেন কার্তিক। কিন্তু জমির মধ্যে থাকা একটি তালগাছের পাতার ছায়ায় পেঁয়াজ ক্ষেতের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। তাই বুধবার বেলা ১১টার দিকে কার্তিক প্রায় ৩০ ফিট লম্বা ওই তালগাছের মাথায় উঠে ডাল-পালা কাটছিলেন। এ সময় তালগাছের মাথা থেকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Link copied!