• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ফরিদপুরে ভবন থেকে লাফিয়ে চিকিৎসকের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০২:২০ পিএম
ফরিদপুরে ভবন থেকে লাফিয়ে চিকিৎসকের মৃত্যু
বহুতল ভবন লাফিয়ে পড়ে এক চিকিৎসকের মৃত্যু। ছবি : সংগৃহীত

ফরিদপুরে একটি বহুতল ভবন লাফিয়ে পড়ে ডা. ফিরোজা বেগম (৫৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা শহরের ঝিলটুলী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

নিহত ফিরোজা বেগম ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। তাদের উচ্চ মাধ্যমিক পড়ুয়া একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ভবনের ছাদে যান ফিরোজা বেগম। এরপর সেখান থেকে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!