• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

পরাজিত শক্তি আজও দেশ ছাড়েনি : শিল্পমন্ত্রী


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০৬:১২ পিএম
পরাজিত শক্তি আজও দেশ ছাড়েনি : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি : প্রতিনিধি

মুক্তিযোদ্ধাদের যেমন নতুন প্রজন্ম হয়েছে, তেমনি রাজাকারদের প্রজন্মও বেড়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, “পাকিস্তানি দোসর যারা, তারা যখনই সুযোগ পাবে, তখনই ছোবল মারবে। পরাজিত শক্তি আজও দেশ ছাড়েনি। ষড়যন্ত্র আজও চলছে।”

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, “আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য বিএনপি বিভিন্ন ভাবে পাঁয়তারা করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা দেখেছেন কীভাবে তারা অনেক দেশকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। এসব দেশ মুক্তিযুদ্ধের সময়ও আমাদের বিরোধিতা করেছিলো। তাদের চেষ্টা তখনও সফল হয়নি, গত নির্বাচনেও হয়নি, ভবিষ্যতেও হবে না। বিএনপি আজও নানাভাবে বলতে চায়, পাকিস্তানিরা ভালো ছিলো।”

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আরও বলেন, “মুক্তিযুদ্ধের শক্তিকে সাথে নিয়ে, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। রক্তের বিনিময়ে অসাম্প্রদায়িক যে বাংলাদেশ আমরা পেয়েছি, তাকে আমাদের রক্ষা করতে হবে।”

শিল্পমন্ত্রী বলেন, “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়া ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর যে দেশেই যাই আজ সকলে বাংলাদেশকে সম্মান করে। আমাদের দেশ সম্পর্কে তাদের ধারনা পাল্টে গেছে। বাংলাদেশকে এখন কেউ ছোট করে দেখে না। এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।”

জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী জেলা শাখার সেক্টর কমান্ডার ফোরাম ৭১-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠানসহ জেলার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পরিবার পরিজন, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!