• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

স্পিডবোট দুর্ঘটনায় এক নারীর মৃত্যু


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ০৫:৫০ পিএম
স্পিডবোট দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

রাঙ্গামাটি লংগদু উপজেলার মধুমাছড়া এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় জান্নাতুল বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় এক শিশুসহ দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মধুমাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জান্নাতুল বেগম উপজেলার কালু মাঝির টিলা এলাকার মো. শাহাব উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন মো. সালমান (৮) ও কবির হোসেন (৬০)।

স্থানীয়রা জানায়, সকালে উপজেলার মাইনীবাজার থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট মধুয়ারচর এলাকার উদ্দেশে রওনা হয়। স্পিডবোটটি মধুয়ারচর এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে স্পিডবোটে থাকা যাত্রীরা কাপ্তাই হ্রদে পড়ে যান। পরে খবর পেয়ে পুলিশ জেলেদের সহায়তায় হ্রদে উদ্ধার অভিযান শুরু করে। এসময় তিন জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।  

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বেলাল হোসেন জানান, আহতদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। অপর দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনই মাথায় আঘাত পেয়েছেন।

Link copied!