সামাজিক মাধ্যমে একটি পোস্ট ঘিরে হবিগঞ্জে আজমিরীগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। এতে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর সদরের থানার সামনের এলাকায় এই ঘটনা।
এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। যার মধ্যে ১০ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর যুবদলের সদস্য সচিব আতিক রহমান রাজনীতি নিয়ে বুধবার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের মন্তব্যে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবীর আকাশের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এই কমেন্ট করার জেরেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে পৌর সদর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অতিরিক্ত পুলিশ সুপার (আজমিরীগঞ্জ বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাসান জানান, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট নিয়ে ১নং সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশ এবং আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহি রহমানের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































