• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

আমবাগানে শুঁয়াপোকার আক্রমণ, চাষিদের মানববন্ধন


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ০৩:৩৭ পিএম
আমবাগানে শুঁয়াপোকার আক্রমণ, চাষিদের মানববন্ধন

মৌসুম শুরুর আগেই শুঁয়াপোকার আক্রমণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার বেশির ভাগ আমবাগান। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতায় ঠেকানো যাচ্ছে না শুঁয়াপোকার আক্রমণ। বিষয়টির প্রতিকার দাবি করে মানববন্ধন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আমচাষিরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আম চাষি মো. ইদ্রিস আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, শুঁয়াপোকার আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা কোনোরকম সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন। সম্প্রতি আহাদ আলী নামের এক চাষির ৫০ বিঘা জমির আমবাগান ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি দুশ্চিন্তায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আম চাষি আব্দুর রাজ্জাক মোল্লা, এনতাজ আলী, মনিরুল ইসলাম, রমজান সরদার প্রমুখ।

Link copied!