• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

টিসিবির পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীর সাজা


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৭:৩৩ পিএম
টিসিবির পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীর সাজা

রাঙামাটি সদর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার কাঁঠালতলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম বশির আহমেদ (৫০)।

জানা যায়, কাঁঠালতলী বাজারে এক ব্যবসায়ী টিসিবির পণ্য বিক্রি করছেন এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স হাসান ট্রেডার্সের মালিক বশিরের দোকান থেকে ১৮০ লিটার সয়াবিন তেল ও ৮৬ কেজি মসুর ডাল জব্দ করা হয়। পরে ওই মালামাল জেলা প্রশাসনের হেফাজতে নেন আদালত। অবৈধভাবে টিসিবির পণ্য মজুদের অভিযোগে বশিরকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার এ কারাদণ্ড দেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পেশকার মো. নজরুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর জামাল উদ্দিনসহ পুলিশ সদস্যরা।

Link copied!