• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস ম্যানেজারকে জরিমানা


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪, ০৩:২০ পিএম
অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস ম্যানেজারকে জরিমানা
কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে ‘‘জামান এন্টারপ্রাইজ’’ নামের বাস পরিবহনের ম্যানেজার সাইদুল ইসলামকে (৩৭) পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত এ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত বলেন, ‘কুমারখালী থেকে ঢাকাগামী পরিবহনে ৭০০ টাকার ভাড়া ৩০ ভাগ বাড়িয়ে ঈদ উপলক্ষে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু জামান এন্টারপ্রাইজ আরও ২০০ টাকা বাড়িয়ে যাত্রীদের কাছ থেকে এক হাজার ২০০ টাকা নিচ্ছে– একজন ভুক্তোভোগীর এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।’

আমিরুল আরাফাত আরও বলেন, ‘অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সড়ক ও পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জামান এন্টারপ্রাইজসহ অন্যান্য বাস কর্তৃপক্ষে কড়া সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’

Link copied!