• ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০২:১৫ পিএম
নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে ৮ ঘন্টার ব্যবধানে তুহিন (২৫) ও রেজাউল (২৮) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় তুহিন হাওলাদারের মরদেহ। তিনি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে। 

সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ করছে পরিবার। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে।

অন্যদিকে বুধবার সকাল ৮টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় মো. রেজাউলের মরদেহ। পেশায় অটোচালক রেজাউল সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। 

এদিকে রেজাউল সোমবার সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর আর ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটো উদ্ধার করে পুলিশ। আর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. জসিম উদ্দিন জানান, ‘এমন অভিযোগের কথা শুনেছি। কিন্তু ওই দিন (সোমবার রাতে) লোহালিয়া সেতু এলাকাসহ আশপাশ এলাকায় ডিবি পুলিশের কোনো অভিযান হয়নি। ওইদিন শুধু দুটি অভিযান হয়েছে মরিচবুনিয়া ও বদরপুর এলাকায়।’   

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, লোহালিয়া নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তা ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুই যুবকের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Link copied!