• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

ব্রহ্মপুত্রে ডুবে যাওয়া ২ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৪:৫২ পিএম
ব্রহ্মপুত্রে ডুবে যাওয়া ২ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। 

বুধবার (২ জুলাই) সকালে উপজেলার পাগলা টাংগাব ইউনিয়নের মহর আলী খান এলাকার নদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজন পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৭) এবং অপরজন হাবিব মিয়ার ছেলে আরিফের (৮)।

তারা দুজনই গফরগাঁওয়ে বিরই নদীর ইবতেদায়ি মাদ্রাসায় পড়ত। নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হলো।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটা দূরে পৃথক দুটি জায়গা থেকে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয়রা। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার দত্তেরবাজার খেয়াঘট সংলগ্ন টাঙ্গাব বাশিয়া-পুডিরঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। ওই সময় ডুবে প্রাণ হারান শাপলা বেগম (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা যায়। নিখোঁজ হয় দুই শিশু।

বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার সুপার মো. মোখলেছুর রহমান জানান, মাদ্রাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা চলছিল। শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদ্রাসায় আসছিল। প্রবল স্রোতে মাঝ নদে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা নয় শিক্ষার্থীর মধ্যে ছয়জন সাঁতারে তীরে উঠতে পারে।

Link copied!