• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

বেলালের শখের ছাগলের দাম ১ লাখ ১০ হাজার


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ০২:৫৩ পিএম
বেলালের শখের ছাগলের দাম ১ লাখ ১০ হাজার

নওগাঁর মান্দা উপজেলার বেলাল হোসেন শখের বশে ময়না জাতের একটি ছাগল পালন করেন। দেখতে রাজকীয় হওয়ায় এলাকাবাসী শখ করে ছাগলটির নাম রেখেছেন ‘সম্রাট’। ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছে বিশাল আকৃতির এই ছাগল। কালো রঙের সম্রাটের ওজন প্রায় ১০০ কেজি। বেলাল হোসেন ছাগলটির দাম হেঁকেছেন ১ লাখ ১০ হাজার টাকা।

জানা যায়, ছাগলটিকে মোটাতাজাকরণের কোনো ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। ছাগলটির প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, কাঁঠাল গাছের পাতা, গমের ভূসি, বাঁশের পাতা ও কলা।

বেলাল হোসেন বলেন, “অনেক যত্ন করে লালন-পালন করেছি সম্রাটকে। ভালো দাম পেলে বাড়ি থেকেই বিক্রি করব।”

বেলালের স্ত্রী বলেন, “আমার স্বামী অনেক সৌখিন মানুষ। নিজের সন্তানের মতো করে ছাগলটিকে লালন-পালন করেছেন। ছাগলটি আমাদের কাছে খুবই আপন হয়ে গেছে। বিক্রি করলে খুব কষ্ট লাগবে। কিন্তু বিক্রি তো করতেই হবে। সে ক্ষেত্রে যদি ভালো দাম পাই, তাহলে কষ্ট কিছুটা কমবে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!