• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ব্যাটারির পানি দিয়ে শরবত, হাসপাতালে চার জন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ১১:০৫ এএম
ব্যাটারির পানি দিয়ে শরবত, হাসপাতালে চার জন

ইফতারের জন্য বানানো শরবতে ভুল করে ব্যবহার হয়েছে ব্যাটারির পানি। আর সেই শরবত পান করে হাসপাতালে চার জন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।

ইসহাক আহমেদ জানান তারা চারজনে এলাকার একটি গ্যারেজে বসে ইফতার করছিল, ভুলবশত পানি মনে করে প্রথমে নুরুল বশর ও নুরুল হাকিম ব্যাটারির এসি খেয়ে ফেলে।পরে নিজে সামান্য খেয়ে দেখলে বুঝতে পারে ব্যাটারির পানি।

নুরুল হাকিমের ভাই নুরুল আবছার বলেন, ব্যাটারি পানি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদেরকে উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে আশঙ্কাজনকভাবে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা জানিয়েছেন, অসুস্থরা হলেন মৃত আশরব মিয়ার ছেলে নুরুল বশর (৪০),নাজির হোসেনের ছেলে নুরুল হাকিম (১৮),ইমাম শরীফের ছেলে ইসহাক আহমেদ (৬২) ও সোনা আলীর ছেলে আব্দুল কাদের (৩৮)।

তারা সবাই নিকটাত্মীয় ও প্রতিবেশী।

চেয়ারম্যান নুরুল বলেন, গয়ালমারা স্টেশনে স্থানীয় একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজে দোকান মালিক ও কর্মচারীরা ইফতারের আয়োজন করে। এতে ভুলবশত ব্যাটারির পানি দিয়ে শরবত তৈরি করা হয়।

৪ জন সেই শরবত পানের পরেই বুক জ্বালাপোড়া ও বমি শুরু হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
 

Link copied!