• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

রামুতে দুই কেজি আইসসহ গ্রেপ্তার ১


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪, ০৪:০০ পিএম
রামুতে দুই কেজি আইসসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের রামুতে অটোরিকশা তল্লাশি করে দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) ছাইন মং থোয়াই মারমা (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে তল্লাশি চালিয়ে তাকে আটক ও মাদক জব্দ করা হয়। পরে এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার ছাইন মং থোয়াই মারমা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যপাড়ার মংছাইন মারমার ছেলে।

বিজিবি রামুর ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ছৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ছৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচার হয়ে আসার খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি অটোরিকশা থামার নির্দেশ দেয়। পরে গাড়িটি তল্লাশির সময় এক যুবকের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়। তখন তার দেহ তল্লাশি করলে যুবকটির সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

আটক মং থোয়াই মারমার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

Link copied!