মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছেন নেতাকর্মীরা।
এ ঘটনায় সোমবার (১০ মার্চ) সকালে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।
এর আগে রোববার (৯ মার্চ) রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে হাজী আহমদ উদ্দিনকে আটক করে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পরে হাজী আহমদ উদ্দিনকে পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তুলতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে যায়।
শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস বলেন, “আমরা অনেক চেষ্টা করেছি হাজী আহমদ উদ্দিনকে নিয়ে আসার জন্য। কিন্তু তাদের লোকবল বেশি থাকায় সম্ভব হয়নি। পরবর্তীতে অভিযান চালিয়ে আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।”
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































