• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

মাদক মামলায় একজনের যাবজ্জীবন


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০৬:১০ পিএম
মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় ফরহাদ আলী (৫৩) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ফরহাদ আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শান্তিপাড়া দর্শনা গ্রামের মৃত আদম আলীর ছেলে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী সরকারি কৌসুঁলি (পিপি) অ্যাড. নৃপেন্দ্র নাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরহাদ আলী পলাতক রয়েছেন। তার অনুপস্থিতেই রায় ঘোষণা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ জুলাই ফরহাদ আলী নেশা জাতীয় বুপ্রেনরপিন ইনজেকশন ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে পাচার করছিলেন। এ সময় পাঁচবিবি উপজেলার চেঁচরা সীমান্ত এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ১৪০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। 

Link copied!