ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মজলিশপুর গ্রামের জয়মঙ্গল জেলে বাড়ির ৪০টির বেশি পরিবার ৪ মাস ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
সরেজমিনে শনিবার (২৬ আগস্ট) জয় মঙ্গল জেলে বাড়ির সামনে গেলে দেখা যায়, বাড়ির চারিদিকে পানি জমে আছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। বাড়ির রাস্তা পানিতে তলিয়ে গেছে। বাড়ির উঠানে হাঁটু পরিমাণ পানি। বাড়ির রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় কোমর পরিমাণ পানি পার হয়ে বৃদ্ধ-শিশুসহ বাড়ির লোকজন আসা যাওয়া করছেন।
কথা হয় মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়ন্ত জলদাস, ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তুহিন চন্দ্র জলদাস ও নবম শ্রেণির মুক্তা রানী জলদাসের সঙ্গে। তারা জানায়, বাড়ির রাস্তায় পানি জমে থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। কোমর পরিমাণ পানি পার হয়ে একটা স্কুল ড্রেস পরে বিদ্যালয়ে যেতে জামা-কাপড় ভিজে যায়। ভেজা জামা-কাপড় নিয়ে স্কুলে যেতে হয়। ভেজা কাপড় নিয়েই ক্লাস করতে হয়।
বাড়ির বাসিন্দা রুহি জলদাস বলেন, “১৫ বছর ধরে আমরা এ সমস্যা নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সামান্য বৃষ্টি হলেই বাড়ির রাস্তা ডুবে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ৪ মাস আমাদের বাড়ির ৪০টির বেশি পরিবার পানিবন্দী হয়ে আছে। এ সমস্যার সমাধানে সবার সহযোগিতা চাই।”
স্থানীয় ইউপি সদস্য শাহজাহান কবির সাজু বলেন, “চেয়ারম্যান সাহেবের নির্দেশে এবং সহযোগিতায় আজ থেকে এই এলাকার খালগুলো পরিষ্কার করা হবে। খাল পরিষ্কার হলে আশা করি পানি দ্রুত নদীতে চলে যাবে।”
চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন বলেন, “আমি গত শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেছি। রোববার থেকে খাল পরিষ্কারের কাজ শুরু হবে। পানি যেন দ্রুত নদীতে চলে যায় সে জন্য ব্যবস্থা করা হবে। জেলে বাড়ির রাস্তা নতুন করে করার ব্যাপারে কী করা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। কয়েক বছর ধরে গ্রামের মানুষ অপরিকল্পিতভাবে পুকুর খনন ও নিজ নিজ বাড়িতে মাটি ভরাটের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষার মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়।”
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী বলেন, “আমি জেলে বাড়িতে যাব। সরেজমিন পরিদর্শন করে এ ব্যাপারে কী করা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, “সোমবার বিকালে আমি ওই বাড়ি দেখতে যাব। জেলে পরিবারের সঙ্গে কথা বলব। পানি নিষ্কাশনসহ রাস্তা তৈরিতে সহযোগিতা করা হবে।”