• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২, ০৫:৩৯ পিএম
বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে খায়রুল মন্ডল (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলহরি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত খায়রুল ওই গ্রামের মৃত আজিবর মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জনা গেছে, গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে সে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় কৃষক ও পরিবারের লোকজন উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Link copied!