• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ নারী আটক


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৫:৩৮ পিএম
সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ নারী আটক
মহীপাল ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ছবি প্রতিনিধি

ফেনীতে ৩ হাজার ৫২৫ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহীপাল ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মুছনী গ্রামের ইউনুছের মেয়ে জোছনা মনি (২১), কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা গ্রামের মৃত জহির আহমেদের মেয়ে রিয়া মনি (২২) ও টেকনাফের আলিকালি গ্রামের মুত্তুল হোসেনের মেয়ে সায়মন জনি (২০)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহীপাল ফ্লাইওভারের নিচে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে। এ সময় তল্লাশি করে তাদের ভ্যানিটিব্যাগ ও শপিং ব্যাগ থেকে ৩ হাজার ৫২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনীসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করে আসছিলেন।

ফেনীস্থ র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম জানান, আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!