নেত্রকোণায় সেচ বিভাগের পরিত্যক্ত ভবন ভাঙার সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নেত্রকোণা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান গণমাধ্যমকে বলেন, “আমাদের একটি পরিত্যক্ত ভবন সভা করে কমিটির মাধ্যেমে টেন্ডার দেওয়া হয়েছে। এখন এটি ঠিকাদার ভেঙে নেবে। কিন্তু খবর পেলাম এটি ভাঙার সময় তিনজন শ্রমিক নিচে পড়ে মারা গেছেন।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































