• ঢাকা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মুহররম ১৪৪৬

দুই বাসের সংঘর্ষে নিহত ৩


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১১:২৫ এএম
দুই বাসের সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সকালে ফরিদপুর-মাগুরা মহাসড়কের করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে ফরিদপুর-মাগুরা মহাসড়কের করিমপুর এলাকায় রয়েল পরিবহন ও স্থানীয় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন এবং ১০ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ওসি।

Link copied!