হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দু নিহত হয়েছেন। শায়েস্থাগঞ্জ উপজেলার নূরপুর এলাকায় বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তানভীর সুয়েব (২৫) ও মো. শাহ আলম (২৬)। দুজনের বাড়ি শায়েস্থাগঞ্জ উপজেলার ব্রাম্মণডোরা গ্রামে।
জানা যায়, আগামী ২১ ফেব্রুয়ারি শাহ আলমের বিয়ে। তাই বিয়ের কেনাকাটা ও দাওয়াতের জন্য বন্ধু তানভীর সুয়েবের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হন। পথে নুরপুর নামক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই তানভীর সুয়েব মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। ওসি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তানভীর সুয়েব মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পর শাহ আলমও মারা যান।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































