• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকার পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ০২:৫০ পিএম
ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকার পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অভিযান দেখে ১০০ টাকা কেজি দাম চাওয়া পেঁয়াজ মুহূর্তেই ৬০ টাকায় বিক্রি করতে শুরু করেন দোকানিরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া ভূঁইয়ারহাট বাজারে এ অভিযান চালানো হয়।

এসময় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত ও মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রমজানে বাজার মনিটরিংয়ে অংশ হিসেবে ভেজাল বিরোধী, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সরকারের ধার্যকৃত মূল্যে পণ্য বিক্রি না করা, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত ও মূল্যতালিকা না থাকায় তিন দোকানিকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় ১০ কেজি পচা-বাসি মিষ্টি ধ্বংস এবং ফুটপাথে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সেনবাগ থানা পুলিশসহ স্থানীয় বাজার পরিচালনা কমিটি সহযোগিতা করেন।

Link copied!