• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

হরিণের মাংসসহ শিকারি আটক


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৩:৩৫ পিএম
হরিণের মাংসসহ শিকারি আটক

১০ কেজি হরিণের মাংসসহ আল-আমিন হোসেন (২১) নামের এক শিকারিকে আটক করে বনবিভাগের হাতে তুলে দিয়েছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। 

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিনুল হক। 

আমিনুল হক জানান, সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে মো. আল-আমিন হোসেন নামের এক যুবককে দশ কেজি হরিণের মাংসসহ আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে মঙ্গলবার দুপুরে হস্তান্তর করা হয় ওই যুবকে। 

আটক আল-আমিন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০ নম্বর সরা লক্ষ্মীখোলা গ্রামের মুসাঢালীর ছেলে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
 

Link copied!