গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মা ও মেয়েকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ নভেম্বর) গাইবান্ধা নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় দেন। সেই সঙ্গে ৩ আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার গোসাইপুর গ্রামের বেলাল হোসেন, একই গ্রামের এমদাদুল হক ও শ্যামপুর পার্বতীপুর গ্রামের খাজা মিয়া।
এদিকে মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- উপজেলার, আজিজুল ইসলাম ও আসাদুল ইসলাম। রায় ঘোষণার সময় পাঁচ আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স জানান, জিনের বাদশা চক্রের সদস্য পরিচয়ে ২০১৮ সালের ১২ মে মা-মেয়েকে অর্থসম্পদ দেওয়ার কথা বলে জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইল ফোনের মাধ্যমে ডেকে আনেন আসামিরা। তাদের করতোয়া নদীর চর এলাকা উপজেলার রামনাথপুর বালুয়া এলাকায় নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা।
পরদিন ঘটনার শিকার মা অজ্ঞাতদের আসামি করে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করে।
আদালতের ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিযুক্তের পরিবার।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































