করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই বুধবার মধ্যরাত পর্যন্ত সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকার ঘোষিত বিধি-নিষেধ যথাযথভাবে পালন করতে চট্টগ্রামের ৭ প্রবেশ পথ— সাতকানিয়ার কেরানী হাট, ফৌজদারহাট, জোরারগঞ্জ, নগরীর অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথা, মইজ্যার টেক ও বায়েজিদ লিংক রোড এলাকায় পুলিশের উদ্যোগে চেকপোস্ট বসানো হয়েছে। মাঠে রয়েছে জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও ১০০ জন স্বেচ্ছাসেবক জেলা প্রশাসনকে সহযোগিতা করছেন।
এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে টহলে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, নগরীর সাতটি প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট রয়েছে। জেলা প্রশাসনের ১২ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ১২টি টিম মাঠে টহলে আছে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ বৃহস্পতিবার ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক টিম সার্কিট হাউস থেকে একযোগে সকাল সাড়ে ১০টায় অভিযান শুরু করেছেন। এতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার, র্যাব ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার ১০০ জন স্বেচ্ছাসেবক মাঠে রয়েছে।