• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন অফিসে’ ইয়াবা বিক্রি


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৫:২২ পিএম
‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন অফিসে’ ইয়াবা বিক্রি

কক্সবাজার শহরে কয়েকজন মিলে খুলেছেন  ‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন ডটকম’ নামে একটি অনলাইন পত্রিকা। শহরের আলীরজাহালের পুরাতন আয়কর ভবনের তৃতীয় তলার সেই অনলাইনের অফিস। সেখানে বসেই চলত খুচরা ইয়াবা বেচাকেনা।

ওই অফিস থেকেই ইয়াবা বিক্রির সময় শনিবার (৭ আগস্ট) দুপুর ২টায় দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার ৫৬০ পিস ইয়াবা।

আটককৃতরা হলেন, শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে আতিকুর রহমান (৩০) এবং সাহিত্যিকাপল্লী এলাকার আব্দুর রশীদের ছেলে ও অনলাইন পত্রিকাটির কক্সবাজার প্রতিনিধি ইব্রাহীম খলিল (২৯)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, “‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন ডটকম’ নামে পত্রিকাটির অফিসে সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা বেচাকেনা চলে এমন তথ্য ছিল। দীর্ঘদিন আমরা বিষয়টি নজরে রাখি। আজ (শনিবার) তাদের হাতেনাতে ধরি।” 

ডিবির ওসি আরও বলেন, “সাংবাদিক ইব্রাহিম খলিলের সহযোগী হিসেবে আরেকটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সোহেল আরমান নামে এক সাংবাদিকের তথ্য আমরা পেয়েছি।”

শেখ মোহাম্মদ আলী বলেন, ‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন ডটকমের’ উপদেষ্টা সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ও সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ ইয়াবা কারবারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে ডিবি।

Link copied!