• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৬:২০ পিএম
পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ গাজী ও পথচারী সুভাষ হালদার নিহত হয়েছেন।

বুধবার দুপুরের দিকে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজ ও পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন—তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের শাহজাহান গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (৩৫) ও একই উপজেলার গণডাঙ্গা গ্রামের মৃত হাজারী হালদারের ছেলে সুভাষ হালদার (৭০)।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, দুপুরে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সংলগ্ন সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ইঞ্জিনভ্যানের সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আব্দুল্লাহ গাজী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এর আগে বেলা ১১ টার দিকে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সংলগ্ন রাস্তা পারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী সুভাষ হালদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

Link copied!